Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

পত্র পত্রিকা

নীতিবাদী কবি শেখ ফজলল করিম কালীগঞ্জের কাকিনায় আজ থেকে প্রায় ১০০ বছরেরও বেশি আগে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন।

 

নিরন্তর জ্ঞানচর্চার জন্য কবি নিজ বাড়ীতেই ১৮৯৬সালে করিমস আহমদিয়া লাইব্রেরী নামে একটি ব্যক্তিগত পাঠাগার গড়ে তোলেন।

সাহিত্য সাধনার প্রতি গভীর ভালোবাসার টানেই তদকালীন প্রায় দেড় হাজার টাকা ব্যয়ে নিজ বাড়ীতে প্রতিষ্ঠা করেন সাহাবিয়া পিন্টিং ওয়ার্কস নামের একটি ব্যক্তিগত ছাপাখানা। তিনি কবি হিসেবে প্রতিষ্ঠা লাভ করলেও সাহিত্যের প্রতিটি শাখায় তার পদচারনা ছিল দৃপ্ত। কবিতা ও কাব্য ছাড়াও কবি লিখেছেন অসংখ্য প্রবন্ধ, নাট্যকাব্য,জীবনীগ্রন্থ, ইতিহাস, গবেষনামূলক নিবন্ধ, সমাজ গঠন মূলক তত্বকথা, গল্প, শিশুতোষ সাহিত্য, চরিতগ্রন্থ, সমালোচনামূলক রচনা, পুথি সম্পাদনা।

 

ছবি