Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
কালীগঞ্জ উপজেলার 'ক' তালিকাভুক্ত অর্পিত সম্পত্তির তালিকা প্রকাশ
Details

বিজ্ঞপ্তি

 



এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মৌজাওয়ারী ‘ক’ তফসিলভূক্ত  অর্পিত সম্পত্তির তালিকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ‘অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন, ২০০১ (সংশোধিত ২০১১)’ এর ধারা ৯-এর বিধান মোতাবেক গেজেট আকারে গত ৩ এপ্রিল, ২০১২ ইং প্রকাশিত হয়েছে। প্রকাশিত গেজেটের কপি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিস, উপজেলার অন্যান্য অফিসসমূহ, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রসহ ভূমি অফিসের পার্শ্ববর্তী ফটোকপিয়ারের দোকান হতে সংগ্রহ করা যাবে।


এছাড়াও bgpress.gov.bd – Extraordinary Gezettes- April 2012  এই ওয়েব সাইট হতে গেজেটের কপি সংগ্রহ করা যাবে।


সর্বসাধারণের অবগতির জন্য নির্দেশক্রমে এই বিজ্ঞপ্তি জারী করা হলো।



সহকারী কমিশনার (ভূমি)

কালীগঞ্জ

লালমনিরহাট

ফোন : ০৫৯২৪- ৫৬১২৭

Publish Date
08/06/2017
Archieve Date
30/06/2017