Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার ঐতিহ্য

প্রধান কৃষি ফসলঃ ধান, গম, তামাক, পাট, আলু, আদা।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদিঃ তিসি, আউশ ধান, পয়রা, ডাল, বাজরা।

প্রধান ফল-ফলাদিঃ আম, কাঁঠাল, কলা, লিচু, পেঁপে, তরমুজ।

যোগাযোগ বিশেষত্বঃ পাকারাস্তা ৮৫.৭ কিমি, কাঁচারাস্তা ৫৫৭.৪ কিমি; নৌপথ ৭.৫৫ নটিক্যাল মাইল; রেলপথ ১৮ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহনঃ পাল্কি, ঘোড়া ও গরুর গাড়ি।

শিল্প ও কলকারখানাঃ ফ্লাওয়ার মিল, স’মিল, আইস ফ্যাক্টরি প্রভৃতি।

কুটিরশিল্পঃ  তাঁতশিল্প, মৃৎশিল্প, লৌহশিল্প, স্বর্ণশিল্প, কাঠের কাজ, বাঁশের কাজ, ওয়েল্ডিং প্রভৃতি।

হাটবাজার ও মেলাঃ হাটবাজার ২০, মেলা ৭। কালীগঞ্জ হাট, চাপার হাট, চামটার হাট, ভুল্লার হাট, চৌধুরীর হাট এবং কাউয়াঘাটের মেলা ও বারুণীর মেলা উল্লেখযোগ্য।

প্রধান রপ্তানিদ্রব্যঃ তামাক, ধান, ময়দা।