Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কালীগঞ্জ উপজেলার পটভূমি

কালীগঞ্জ উপজেলার পটভুমি

 

 

এই সেই কালীগঞ্জ! সে কালীপ্রসাদ

জমিদার কুলমনি স্থাপিলা বন্দর

কত যে দোকানদার কত মহাজন

আসিলেন এ স্থানের গৌরব বন্ধনে।

 

প্রজাহৈতষী তুষভান্ডার জমিদার কালীপ্রসাদ রায় চৌধুরী ছিলেন ন্যায় পরায়ণ, তেজদীপ্ত, অমায়িক মানুষ। তার নামানুসারে এই উপজেলার নাম যে কালীগঞ্জ হয়েছে তা কবিতার চরণ দিয়ে নিশ্চিত করেছেন  এলাকার প্রখ্যাত কবি ও লেখক যাদব চন্দ্র দাস বাণীভুষণ।

 

কালীগঞ্জের পটভূমি অনুসন্ধান করতে গেলে আর একটু পিছনের ইতিহাসের প্রতি নজর দিতে হবে।

 

পূর্বে কালীগঞ্জ থানা ফুরুনবাড়ী  নামে অভিহিত ছিল। ভারতের কোচবিহার রাজ্যের সাথে সম্পর্কযুক্ত থাকলেও মুলত রংপুর জেলার অধিনস্থ উত্তর সীমান্তে অবস্থান ছিল। শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য উনবিংশ শতাব্দীর পূর্ব ভাগে গোড়ল মৌজায় ফুরুনবাড়ীতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপিত হয়েছিল। ১৩০৪ বঙ্গাব্দে বেঙ্গল ডুয়ার্স রেলপথ (বিডিআর) প্রতিষ্ঠিত হলে অপেক্ষাকৃত ভাল যোগাযোগের প্রয়োজনে ফুরুনবাড়ী পুলিশ ফাঁড়িটি কালীগঞ্জে স্থানান্তরিত করা হয়।

 

 

 

 

১৭৯৩ খ্রীষ্টাব্দে ১২নং রেগুলেশন অনুযায়ী রংপুর জেলা ২১টি থানা নিয়ে সৃষ্টি হয়, তার মধ্যে বর্তমান কালীগঞ্জ, হাতীবান্ধা ও আদিতমারী অঞ্চল নিয়ে ফুরুনবাড়ী থানা গঠিত ছিল।

 

বুকাননের সার্ভে রিপোর্টে (১৮০৯-১৬) সে সময় রংপুর জেলা (জলপাইগুড়িসহ) ২৪টি থানায় বিভক্ত ছিল এবং ফুরুনবাড়ী থানার আয়তন ছিল ১৮০ বর্গ মাইল। ধারণা করা হয় কালীগঞ্জ, হাতীবান্ধা এবং আদিতমারী থানার বহু অংশ সে সময়ের ফুরুনবাড়ী সীমানার বাইরে ছিল। কারণ বর্তমানে উক্ত ৩টি থানার সীমানা আদিতমারী- ৭৫ বর্গমাইল, কালীগঞ্জ- ৯২ বর্গমাইল এবং হাতীবান্ধা- ১১২ বর্গমাইল, মোট ২৭৯ বর্গমাইল।

 

রংপুর জেলার ভবানীগঞ্জ(গাইবান্ধা) তিনটি থানার সমন্বয়ে গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ নিয়ে ১৮৫৭ সালে মহকুমা সৃষ্টি হয়। বাকী থানাগুলে জেলা-সদর মহকুমার অšতর্ভুক্ত ছিল। ১৮৭৫ সালে সদর মহকুমাকে ২টি মহকুমায় (রংপুর সদর ও নীলফামারী) বিভক্ত করলে নতুন ভাবে থানা বিন্যাসে ৫টি থানা নিয়ে রংপুর সদর মহকুমার আয়তন দাড়ায় ১১৪১ বর্গমাইল। তখন বর্তমান কালীগঞ্জ বা সে সময়ের ফুরুনবাড়ী আয়তন হয় ২৩৫ বর্গমাইল।

 

১৯০১ সালের আদম শুমারী রিপোর্টে ফুরুনবাড়ী থানা ১৮৭৫ সালে কালীগঞ্জে স্থানান্তরিত হওয়ার আগে তুষভান্ডার জমিদারীর (দু আনা কার্জীরহাট) তখন একটি বড় বন্দরে পরিণত হয়। সে সময় তি¯তা নদী কালীগঞ্জের পাশ দিয়ে প্রবাহিত ছিল। পরবর্তীতে তি¯তা নদী সরে গিয়ে গঙ্গাচড়ার পাশ দিয়ে প্রবাহিত হয়।

 

১৯১৩ সালে হাতীবান্ধা থানা সৃষ্টির পূর্ব পর্যšত কালীগঞ্জ থানা রংপুর জেলার সর্ব উত্তরে অবস্থিত সীমাšতবর্তী থানা হিসেবে পরিচিত ছিল।

 

১৯৮১ সালের ৯ এপ্রিল পর্যšত কালীগঞ্জ ১৬টি ইউনিয়নের সমন্বয়ে একটি বিশাল থানা ছিল। ঐ সালের ১০ এপ্রিল ৮টি ইউনিয়ন ভেঙ্গে আদিতমারী থানার সৃষ্টি হয়। ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর কালীগঞ্জ থানা উপজেলায় উন্নীত হয়। এ উপজেলার প্রথম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন জনাব মো: আনছার আলী।